
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে?? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আর বরাবরের মত আমার একই কথা যে, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমিও মোটামুটি ভালই আছি। আজকের টিউনের টাইলেট বা শিরোনামটা অবশ্যই দেখেছেন। তো চলুন এবার সরাসরি টিউনে চলে যাই। কিছুদিন যাবত এমসেন্ট নামক এক অ্যাপ নিয়ে হয়ত অনেক টিউন দেখেছেন। আবার ইনকামের জন্য অ্যাপটা হয়ত ডাউনলোডও করেছেন। কিন্তু কি আর করবেন। অ্যাপটি ওপেন করে দেখছেন ইনকামের কোন পথই নেই, যদিও বা আছে তা আবার ভিক্ষার মত। প্রতিটি কাজের জন্য ২-৫ টাকা। তাই আজকে আপনাদের জন্য সমাধান নিয়ে হাজির আমি। আজকে আপনাদেরকে এমসেন্টের এমন একটি ভার্সনের সাথে পরিচয়...