
আসসালামু আলাইকুম। সুন্দর এই টেমপ্লেটটিতে একটা পেইড টেমপ্লেটের সব ফিচারই আছে। নির্দিধায় বলতে পারি টেমপ্লেটটা সুন্দর লাগবেই। এই টেমপ্লেটটা খুব চমৎকার। ডকুমেন্টেশন সহজ। লেআউটও সুবিধাজনক। টেমপ্লেট ডিজাইনার হওয়ার শখ ছিলো এবং আছে। কিন্তু এখনো কিছুই শিখতে পারিনি। তাই অন্যের টেমপ্লেট কাস্টমাইজেশন করে কুল লুক দেওয়ার চেষ্টা করছি। আমার এক ফ্রেন্ড তুরাবি আর আমি একত্রে এটা এডিট করেছি। মোঃ ফজলে রাব্বী ভাই বাংলাদেশের একজন বিখ্যাত ব্লগার। আমি তার অনেক ভক্ত। তার তৈরি করা বেশ কিছু চমৎকার টেমপ্লেটের একটি ইয়েলোউইশ। টেমপ্লেটটি একদম ফ্রি। টেমপ্লেটটির লাইসেন্স হলো: This free Blogger template...