বন্ধুরা কেমন আছ? সবাইকে বন্ধু বলেই ডাকলাম। কেউ মাইন্ড কইরেননা ভাই। যেহেতু আপনি এই টিউন পড়ছেন তাই ধরে নিচ্ছি আপনি টেক বিষয়ে জানেন একটু হলেও। হয়ত আমার মত সবাই ওয়েব ডেবোলপ সম্পর্কে জানেন না। যারা আমার মত একটু আধটু জানেন তাদের জন্যই এই টিউন। কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি। আমরা আজ দেখব কিভাবে আমরা কয়েকটা ক্লিক করেই বিনা মূল্যে একটি ওয়েব সাইট বানাব। প্রথমে একটি সাইটে গিয়ে আপনাকে রেজি: করতে হবে। রেজি: করতে এইখানে ক্লিক করেন। (নিচে স্ক্রিন শর্ট দেখুন) ১. আপনার ওয়েব সাইটটির ডোমেইন নেম সিলক্ট করুন। ২. ইমেল এড্রেস দিন। ৩. আপনার পাসওয়ার্ড দিন। (পাসওয়ার্ড...